নেত্রকোণায় বিজয় মিছিলের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:৪৯
অ- অ+

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে পরাজিত নৌকার সমর্থকদের হামলায় আটপাড়ায় বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টুর ২০ সমর্থক আহত হয়েছে। এতে নুরুল আমিন (১৫) নামে কিশোর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এর আগে রবিবার রাতে উপজেলার দেওশ্রী, দেওগাও ও গাভুরকাছ গ্রামে এসব হামলার ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন স্বতন্ত্র প্রার্থী পিন্টুর সমর্থক ও দেওগাও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

সাবেক ইউপি সদস্য ভুলু মিয়া বলেন, রবিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে নৌকার সমর্থকরা হামলা করে। এতে আহত হয় নুরুল। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী, লুনেশ্বর ইউনিয়নের দেওশ্রী ও বানিয়াজান ইউনিয়নের গাভুরকাছ গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর এসব হামলার ঘটনা ঘটে।

হামলায় দেওশ্রী ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আশ্রাব আলীসহ ১০ জনকে নির্বাচন পরিচালনা ক্যাম্পের সামনে সন্ধ্যা ৬টায় অতর্কিত হামলা চালায়। এতে তিনজন আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অপর সাতজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান।

অপর দিকে লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামে রাত ১০টার দিকে নির্বাচিত প্রার্থীর বিজয় মিছিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে তিনজন বিজয়ী প্রার্থীর সমর্থক আহত হয়। কাজিম উদ্দীনে ছেলে নূরুল আমিন, ইসব আলীর ছেলে শাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, রবিবার রাতে আটপাড়ায় কয়েকটি স্থানে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। শুনেছি নুরুল আমিন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা