চরফ্যাশনে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩১| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:২১
অ- অ+
মো. আবিদ হোসেন ( ছবি সংগৃহীত)

ভোলার চরফ্যাশনে মো. আবিদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুলসুমবাগ গ্রামে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবিদ হোসেন চরফ্যাশন টিভি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং আমিনাবাদ ৫নং ওয়ার্ডের মাঈন উদ্দিন মাস্টার ছেলে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, নিহতের বড় বোন আসপিয়া জাহান খুসবোর সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় আবিদের। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা