সবজি ক্ষেতে মিললো শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩
অ- অ+

নোয়াখালীর সেনবাগে সবজি ক্ষেত থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর গ্রামের তোরাব আলী ব্যাপারি বাড়ির মানিক মিয়ার সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন তোরাব আলী ব্যাপারি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সবজি ক্ষেতের মধ্যে লাল রঙের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ সদ্য জন্ম নেওয়া নবজাতকের লাশটি শপিং ব্যাগে ঢুকিয়ে ক্ষেতের মধ্যে ফেলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা