নোয়াখালীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ২০:৩৭| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২১:৫২
অ- অ+

নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হামিদুর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে আটক করে।

সোমবার বিকালে অভিযুক্ত হামিদুর রহমানকে আটক করা হয়। আটককৃত হামিদুর রহমান নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত চার বছর পূর্বে প্যারা মেডিকেলে পড়া অবস্থায় হামিদুর রহমানের সঙ্গে পরিচয় হয় এক ব্যাচ জুনিয়র ও কক্সবাজারের বদরখালি এলাকার ভিকটিম (২৮) এর সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে ঢাকায় উচ্চ শিক্ষায় গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে হামিদুর। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে।

সোমবার বিয়ের কথা বলে ভিকটিমকে পুনরায় নোয়াখালীর মাইজদীর একটি আবাসিক হোটেলে নিয়ে আসে হামিদুর। এখানে পুনরায় তাকে আবারও ধর্ষণ করে সে এবং ভিকটিম এর বাচ্চা নষ্ট করার জন্য জোরজবরদস্তি করে। এ সময় কৌশলে ভিকটিম ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত হামিদুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা