নগরকান্দায় সমলয় পদ্ধতিতে ধান চাষ, কম খরচে বেশি লাভ

নুরুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর)
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭
অ- অ+

কৃষিকাজকে সহজ-সাশ্রয়ী করতে আধুনিক পদ্ধতির নানা ধরনের যান্ত্রিক মেশিন দিচ্ছেন সরকার। এর মধ্যে ধানের চারা রোপণের মেশিন রাইস ট্রান্সপ্লান্টার অন্যতম। মেশিনটির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করে সফল ও অধিক লাভবান হয়েছেন দেশের বিভিন্ন এলাকার অনেক কৃষক। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কাজী কড়িয়াল গ্রামে যান্ত্রিক মেশিনের মাধ্যমে সমলয় পদ্ধতিতে ধান চাষ করছেন স্থানীয় ৬৩ জন কৃষক। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজী কড়িয়াল গ্রামের মাঠে একবিঘা জমিতে প্লাস্টিকের ছয় হাজার ট্রে-তে আধুনিক যন্ত্রের সাহায্যে বপন করা হয়েছে ধানের বীজতলা। ইতোমধ্যে বীজতলা থেকে উৎপাদিত ধানের চারা উত্তোলন শুরু করেছে কৃষকরা। এই চারা ১৫০ বিঘা জমিতে রোপণ করা হবে।

উপকারভোগী কৃষক ফরিদ, সলেমান ও রাকিব বলেন, কৃষি অফিসের উদ্যোগে যান্ত্রিক মেশিনের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করছি। আগে কখনো এভাবে ধান চাষ করেনি। তবে নতুন এই পদ্ধতি অনেক ভালো মনে হচ্ছে। এক এলাকার কৃষকরা একযোগে ধানের বীজতলা তৈরি, চারা রোপণ ও ধান কাটতে পারবেন। এতে আমাদের সময় ও খরচ কমবে। শ্রমিক সংকট নিয়েও চিন্তা থাকবে না। সরকারি সহায়তায় এভাবে ধান চাষ করতে পেরে আমরা খুশি।

নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলোক কুমার ঘোষ বলেন, স্মার্ট কৃষি গড়তে ৫০ শতাংশ ভর্তুকিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার। যান্ত্রিক চাষাবাদের মাধ্যমে বাঁচবে সময়, কমবে খরচ ও মিলবে শ্রমিক সংকটের সমাধান। মেশিনের মাধ্যমে বোরো হাইব্রিড ধান রোপণ এবং কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে কর্তনের উদ্দেশ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে ধান রোপণ চলমান। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকের প্রচুর সাশ্রয় হবে এবং লাভবান হবে।

(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা