বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে দীর্ঘ ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টির তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। ওই সময় তীব্র শীতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ি চালক ও যাত্রীদের।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কবলে পড়ে মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহনগুলোর ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এসময় ঢাকা ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার যানবাহনগুলো ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করতে দেখো গেছে।
পাবনাগামী ট্রাক চালক মো. কামরুল ইসলাম বলেন, ভোররাত থেকে অতিরিক্ত কুয়াশা পড়েছে। এতে করে গাড়ি চালাতে খুব সমস্যা সৃষ্টি হয়। ফলে মহাসড়কের যানজট হয়েছে।
রংপুরগামী বাসযাত্রী হাসান মিয়া ও নজরুল ইসলাম বলেন, কুয়াশা কিছু দেখা যায় না। তারমধ্যে প্রচুর শীত। ফলে চালকরা খুব ধীরগতিতে গাড়ি চালাচ্ছে। এতে সেতু পূর্ব রেলস্টেশন এলাকার জোকারচর এলাকায় দীর্ঘ সময় যানজট তৈরি হয়।
তবে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে থাকলে এলেঙ্গা হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এবং বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের তৎপরতায় সাড়ে ৮ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ঘনকুয়াশার কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তবে বেলা বৃদ্ধির সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঘনকুয়াশা ও যানজট থাকলেও টোল আদায়ে কোনো বিঘ্ন ঘটেনি। স্বাভাবিকের মতো টোল আদায় করা হচ্ছে। টোলপ্লাজা এলাকায় ঘনকুয়াশায় গাড়ির গতির দৃষ্টিসীমা পরিমাপক বিশেষ যন্ত্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন