৫২ ঘণ্টা পরও খোঁজ মেলেনি ইঞ্জিন মাস্টার হুমায়ুনের, উদ্ধারকাজে ধীরগতি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পাটুরিয়া ৫নং ফেরিঘাটের কাছে ফেরি ডুবির ঘটনার ৫২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুর্ঘটনা কবলিত ফেরি ‘রজনীগন্ধার’ দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন (৩৯)। এদিকে উদ্ধার কাজে ধীরগতির অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ট্রাক মালিকরা।
তাদের অভিযোগ, উদ্ধার অভিযানের ধীরগতির কারণে ফেরি ডুবির ৫২ ঘণ্টা পরও তাদের গাড়ি উঠানো যায়নি। ফলে মালামালসহ গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে জানা যায়, ফেরি ডুবির সময় অন্য কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন হুমায়ুন। উদ্ধার হওয়াদের মধ্যে অধিকাংশই ট্রাকের চালক ও হেলপার ছিলেন বলে জানা গেছে।
তারা জানান, ফেরিটি ডুবে যাওয়ার অল্প কিছু সময় আগে ফেরিতে থাকা সকলকে আত্মরক্ষার জন্য সজাগ করেছিলেন হুমায়ুন। অথচ তিনি নিজেকে রক্ষা করতে পারেননি।
বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন ভুঁইয়া হুমায়ুনের খোঁজ না মেলায় উদ্বেগ প্রকাশ করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নিখোঁজ হুমায়ুনের গ্রামের বাড়ি পিরোজপুরে। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে চাকরি শুরু করেন। সাত মাস আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে ফেরিতে যোগ দেন। হুমায়ুন কবীর বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ (পাটুরিয়া-দৌলতদিয়া) শাখার সভাপতি ছিলেন।
উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ ঢাকা টাইমসকে জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া রজনীগন্ধা নামের ফেরি থেকে এ পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯টি গাড়ি নিয়ে ডুবে যায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন