চট্টগ্রামের বিপক্ষে টস জিতে বোলিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স এর অধিনায়ক এনামুল হক বিজয়। যার ফলে আজ প্রথমে ব্যাট করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের ইতিহাসে কখনোই শিরোপা না জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছে। নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসাইনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে সিলেটের দেয়া ১৭৮ রানের লক্ষ্য মাত্র ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম।
অপরদিকে খুলনার আজ প্রথম ম্যাচ। বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। তাদের একাদশে রয়েছেন এভিন লুইস, শাই হোপের মতো ক্রিকেটাররা।
খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম ও ওশানে থমাস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, কার্টিস ক্যাম্পফার, ইমরান উজ্জামান, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন