নেতার বোনের চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল কর্মীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৪:১৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৪:২১
অ- অ+
মেহেদি হাসান মিম (ছবি-সংগৃহীত)।

বগুড়ায় শহর ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপনের বোনের চুরি হওয়া গরু উদ্ধার করতে ও চোর ধরতে গিয়ে ট্রাক থেকে পড়ে মেহেদি হাসান মিম (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে মানিকচক বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নেতার বোনের চুরি করা গরু নিয়ে যাওয়া হেচ্ছ এমন সন্দেহে একটি ট্রাককে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মিম নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মী মেহেদি হাসান বগুড়া শহরতলীর সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমান মুকুলের ছেলে। তিনি গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দুদিন আগে সাবগ্রামের বাসিন্দা ও শহর ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপনের বোনের একটি গরু চুরি হয়। শনিবার রাতে মাটিডালীগামী গরুবোঝাই একটি ট্রাক দেখে সন্দেহ হয় মেহেদীর। পরে সাজু নামে এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে ট্রাকের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মানিকচক বাজারের পাশে ট্রাকটির গতিরোধ করেন। এরপর মেহেদি ওই ট্রাকের কেবিনে উঠে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মেহেদি হাসান পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ দুর্ঘটনার সঙ্গে নিজেদের গরু হারানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শহর ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন। তিনি বলেন, দুদিন আগে আমাদের গরু হারিয়েছে। মেহেদি ট্রাকে গরু নিয়ে যেতে দেখে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যায়। তখন আমরা কেউ ছিলাম না।

এ ঘটনায় কোনো কথা বলতে রাজী হননি মেহেদীর বাবা আতাউর রহমান মুকুল।

এদিকে দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান শাহীন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা