সাততলা ভবন থেকে কেন দড়ি বেয়ে নামছিল শিশু? এরপর কী হলো?

সাততলা ভবন থেকে কেন দড়ি বেয়ে নামছিল শিশু? এরপর কী হলো? মাদ্রাসার একজন ছাত্র পালানোর জন্য সাততলা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নামছিল। কিছুদূর নামার পর সে আতঙ্কিত হয়ে ছয় তলার কার্নিশে থেমে যায়। এরপর সে ভয়ে নিচেও নামতে পারছিল না ওপরেও উঠতে পারছিল না। কার্নিশে গুটিশুটি মেরে বসে কান্না করতে থাকে।
স্থানীয় জনতা বিষয়টি দেখে আতঙ্কিত হয়। সাগর নামের এক যুবক ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধারে সহযোগিতা চায়। কলটি টান্সফার করা হয় ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিসে। স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে তের বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদরে ভারতীয় ভিসা সেন্টারের পাশে সালমা সাঈদ তাহফিজুল কুরআন মাদ্রাসায় এমন ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এএম/এফএ)

মন্তব্য করুন