এক মোটরসাইকেলে ৩ আরোহী, ট্রাকচাপায় প্রাণ গেল সবার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৩২| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৭
অ- অ+

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিন যুবক। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান ঢাকা টাইমসকে জানান, সোমবার বিকাল পৌনে ৪টায় ওই মহাসড়কের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার হাজী জালাল আহমদের ছেলে আবছার উদ্দিন (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার আবদুল কাদেরের ছেলে মো. জুবাইর (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিন জনই মারা যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনকে হাসপাতালে এনেছে পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান ঢাকা টাইমসকে জানান, ‘মোটরসাইকেল আরোহী তিন জন লোহাগাড়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা