কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্য মাসুমের, ট্রেনের ধাক্কায় লাশ হলেন পথে

​​​​​​​ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:৫১| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭
অ- অ+

ছুটি শেষে কর্মস্থল বগুড়ার মাঝিড়া সেনানিবাসে ফিরছিলেন সেনাসদস্য ফখরুল ইসলাম মাসুম (২০)। কিন্তু বাড়ি থেকে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করাটা শেষ যাত্রা হলো তার। টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনের ধাক্কায় মারা গেলেন তিনি।

বুধবার সকালে উপজেলার ধলাটেংগুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাবুল মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগুর এলাকায় ঘন কুয়াশার কারণে যানজট তৈরি হলে সেনাসদস্য ফখরুল ইসলাম বাস থেকে নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা