খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:২২| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩
অ- অ+

খাগড়াছড়ির মহালছড়ি ও নানিয়ারচর সীমান্তবর্তী দুরছড়ি এলাকায় দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নানিয়ারচর ও মহালছড়ি সীমান্তবর্তী দুরছড়ির মধ্যে এ ঘটনা ঘটে বলে সূত্র জানায়।

নিহতরা হলেন- ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৩)। এ ঘটনায় ত্রিপন চাকমা (৩৫) নামে আরো এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছে জানা গেছে।

এদিকে ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজে যাওয়ার পথে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওঁৎ পেতে থাকা মুখোশধারীরা অতর্কিত ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা ও বিমল চাকমা নিহত হন।

এ ঘটনায় ত্রিপন চাকমা নামে আরো এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছে বলে তিনি অভিযোগ করে এ ঘটনার তীব্র নিন্দা জানান। সে সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আহ্বান জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, দুজনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা