আরও এক মামলায় জামিন আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত দশ হাজার টাকা মুচলেকায় তার এ জামিন মঞ্জুর করেন।

এ দিন রমনা থানার আরেক মামলায় জামিন শুনানি হয়েছে। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।

রাজধানীর রমনা ও পল্টন মডেল থানার দুটি মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানি হয় আজ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এসব শুনানি হয়।

এর মধ্যে এক মামলায় জামিন হলেও আরেকটিতে আদেশ দেওয়া হয়নি। ওই মামলায় জামিন পেলে আমীর খসরুর কারামুক্তিতে আর বাধা থাকবে না।

এর আগে রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রমনা ও পল্টন থানার অন্য দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরও আগে বৃহস্পতিবার রমনা থানার দুটি ও পল্টন মডেল থানার দুটি মামলায় দশ হাজার টাকা মুচলেকায় আমীর খসরুর জামিন মঞ্জুর করেন একই বিচারক। গত ১৭ জানুয়ারি পল্টন মডেল থানার দুটি মামলায় দশ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি। সব মিলিয়ে দশ মামলার মধ্যে আট মামলায় জামিন পেয়েছেন এই বিএনপি নেতা।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় করা ১০টি মামলায় আসামি করা হয় আমীর খসরুকে, যার মধ্যে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :