আরও এক মামলায় জামিন আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯
অ- অ+

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত দশ হাজার টাকা মুচলেকায় তার এ জামিন মঞ্জুর করেন।

এ দিন রমনা থানার আরেক মামলায় জামিন শুনানি হয়েছে। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।

রাজধানীর রমনা ও পল্টন মডেল থানার দুটি মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানি হয় আজ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এসব শুনানি হয়। এর মধ্যে এক মামলায় জামিন হলেও আরেকটিতে আদেশ দেওয়া হয়নি। ওই মামলায় জামিন পেলে আমীর খসরুর কারামুক্তিতে আর বাধা থাকবে না।

এর আগে রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রমনা ও পল্টন থানার অন্য দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরও আগে বৃহস্পতিবার রমনা থানার দুটি ও পল্টন মডেল থানার দুটি মামলায় দশ হাজার টাকা মুচলেকায় আমীর খসরুর জামিন মঞ্জুর করেন একই বিচারক। গত ১৭ জানুয়ারি পল্টন মডেল থানার দুটি মামলায় দশ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি। সব মিলিয়ে দশ মামলার মধ্যে আট মামলায় জামিন পেয়েছেন এই বিএনপি নেতা।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় করা ১০টি মামলায় আসামি করা হয় আমীর খসরুকে, যার মধ্যে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা