শীতে কাবু কক্সবাজারও, দেখা মিলছে না সূর্যের

​​​​​​​কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪
অ- অ+

হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হ‌য়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজারের জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। তীব্র শীতে বিপাকে পড়েছে স্কুলগামী শিশু ও বয়স্ক মানুষ। শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে যেতে বাধ্য হ‌চ্ছে খেটে খাওয়া মানুষ।

এ প‌রি‌স্থি‌তি আরও ক‌য়েক‌দিন থাক‌তে পা‌রে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে গত কয়েকদিন ধ‌রে পর্যটন নগরী কক্সবাজারে সূর্যের দেখা মিলছে না। বুধবার একেবারে অন্ধকার হয়ে আছে পুরো জেলা। দিনে-রাতে গুঁড়িগুঁড়ি বৃ‌ষ্টির ম‌তো ঝরতে থা‌কে শিশির। একই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে স্থবির হ‌য়ে পড়েছে স্বাভা‌বিক জীবনযাত্রা।

টেকনাফ উপ‌জেলার হ্নীলার ছালেহ আহমদ (৬২) ব‌লেন, প্রচুর ঠান্ডায় বের হওয়ার সুযোগ পাচ্ছি না। ঘরের ভেতরেও অবস্থা খারাপ।

কক্সবাজার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মুবিন (৭০) জানান, রা‌তের বেলায় প্রচুর শীত পড়ে। দিনের বেলায় সূর্যের দেখা মেলে না। খুব ঠান্ডায় হাত-পা ব্যথা ক‌রে। ঠিক ম‌তো চলতে পা‌রি না।

ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সড়কে গাড়ি চলাচলের সংখ্যাও কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত কক্সবাজার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। এরকম অবস্থা আরও ক‌য়েক‌দিন চলতে পা‌রে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা