প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আনারুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৬টায় বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার জমিজমা সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আনারুল ইসলাম। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত আনারুল ইসলাম উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের মৃত তুফানু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হুদাবালা গ্রামের আবু বক্বর সিদ্দিকের সঙ্গে তার চাচাতো ভাই আনারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারমধ্যে গুরুতর আহত হন আনারুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার এসআই আইনুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় রুমা ও রহিমা নামের দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা