নাটোরে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

নাটোরে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুলাল দাস (৩৮) নামের এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
রায়ে ধর্ষণের দায়ে দুলাল দাসকে যাবজ্জীবন ৩০ বছর কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি ভুক্তভোগীকে জরিমানার ৬০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে সাজা একটার পর একটা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। রায় ঘোষণার পর দণ্ড পাওয়া আসামি দুলাল দাসকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি নিজাম উদ্দিনকে খালাস দেন আদালত। রায়ের পর দণ্ড পাওয়া আসামিকে কারাগারে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন