নিখোঁজের ৮ দিন পর সুনামগঞ্জে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:৫৮
অ- অ+

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নিখোঁজের আটদিন পর শিশু প্রলয় দাস প্রার্থর(৮)লাশ উদ্ধার করা হয়েছে। নালাতে মাটির স্তূপের নিচে চাপা দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার আছানপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে।

বুধবার উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামের পাশে ছামটি নদীর পাড়ে বেড়িবাঁধের পাশে একটি নালাতে থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, এই নালাতে মাটির স্তূপের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

এরপূর্বে গত ১৭ জানুয়ারি বুধবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। পরে নিখোঁজের চাচা শাল্লা থানায় সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় এলাকাবাসীর বরাদ দিয়ে উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানায়, বুধবার ২৪ জানুয়ারি বিকাল ৫টার দিকে ওই নালাতে স্থানীয়রা শিশু বাচ্চার লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশটি মাটির নিচে থেকে মাটি খুঁড়ে তোলা হয়। নিহতের পরিবার প্রলয় দাস (প্রার্থর) লাশটি শনাক্ত করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার এএসপি (দিরাই সার্কেল)শহীদুল হক মুন্সি। এ বিষয়ে তিনি জানিয়েছেন, এই বিষয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা