চালু হচ্ছে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতালের বহির্বিভাগ

রেজাউল ইসলাম বাবু, রংপুর
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ২১:৩৭
অ- অ+

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর চালু হচ্ছে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতালের বহির্বিভাগ। আগামী ৩০ জানুয়ারির মধ্যে হাসপাতালটির বহির্বিভাগ চালুর কথা জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে সাংবাদিকদের জানান তিনি। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল। গত বছরের ১৬ ফেব্রুায়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালটি উদ্বোধন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর শিশু হাসপাতালটি আপাতত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্ত করে বহির্বিভাগ খোলা হচ্ছে। এটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকলেও বর্তমানে রংপুর মেডিকেল কলেজ থেকে পরিচালিত হবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে এটি স্বাস্থ্য অধিদপ্তর অথবা সিভিল সর্জনের অধীনে পরিচালিত হবে। এজন্য দফায় দফায় রংপুর মেডিকেল কলেজের পরিচালকসহ প্রশাসনিক কর্মকর্তারা বৈঠক করেছেন। বহির্বিভাগ চালুর জন্য পরিচ্ছন্নতাকর্মীরা তোড়জোর করে হাসপাতালটির ধোয়ামোছার কাজ করছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র আনা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্সসহ ১০ জনের জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর জন্য ৬৫৯ জনবলের অর্গানোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্সিং সুপারভাইজারসহ প্রথম শ্রেণির ১৮০ জন, নার্স, প্রশাসনিক কর্মকর্তাসহ দ্বিতীয় শ্রেণির ১১৬ জন, অফিস সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ল্যাব ট্যাকনেশিয়ানসহ তৃতীয় শেণির ৬৩জন ও ওয়ার্ডবয়, ক্লিনার, মালিসহ চতুর্থশ্রেণির ৩০০ জন রয়েছে।

রংপুরে ১০০ শয়্যার শিশু হাসপাতাল নির্মাণের জন্য নগরীর সদর হাসপাতালের জমিবরাদ্দ নেওয়া হয়। রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। পরে সেখানে ১ দশমিক ৭৮ একর জমির মধ্যে শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয়া হয় ২০১৭ সালের ২১ নভেম্বর। ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে ২০১৯ সালের ১৯ নভেম্বর নির্মাণকাজ শেষ হয়।

শিশুবিশেষজ্ঞদের দাবি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি মাত্র শিশু বিভাগ দিয়ে এ অঞ্চলের চিকিৎসাপ্রত্যাশী সব শিশুকে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তাই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে শিশুদের জটিল সার্জারি ও সাধারণ সব ধরনের রোগের চিকিৎসা স্বল্প খরচে দেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসার জন্য ঢাকা অথবা পাশের দেশে যাওয়ার প্রবণতাও কমে আসবে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, রংপুর শিশু হাসপাতালের বহির্বিভাগ চালুর জন্য আগামী ৩০ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. এবিএম আবু হানিফের সাথে পুনাঙ্গ শিশু হাসপাতালটি চালুর জন্য কথা হয়। তিনি বলেন, বর্তমানে এ হাসপাতালটি বহির্বিভাগ চালুর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ হাসপাতালের কার্যক্রম চালু হলে এটি স্বাস্থ্য অধিদপ্তর অথবা রংপুর সিভিল সার্জনের অধীনে পরিচালিত হবে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা