‘ওদেরও তো শীত লাগে, কষ্ট হয়’

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গত কয়েকদিন ধরে সকালে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। বইছে হিমেল হাওয়া, স্থবির হয়ে পড়ছে জীবনযাত্রা।
তবুও জীবিকার তাগিদে কেউ কেউ সাত সকালে বের হয়ে পড়ছেন। শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডায় জনজীবন যখন জবুথবু হয়ে পড়েছে তখন গরু হাঁকিয়ে ও লাঙ্গল কাঁধে নিয়ে বোরোর মাঠে চলেছেন চাষিরা। শুরু করেছেন মাঠ প্রস্তুতের কাজ, আর শীতে কষ্ট কমাতে গরুর গায়ে জড়িয়ে দিচ্ছেন কম্বল।
শুধু জীবন-জীবিকার তাগিদেই নয়, দেশকে ভালোবাসেন বলেই দেশকে কৃষিতে সমৃদ্ধি করতে চাষিদের এ যেন এক নীরব প্রচেষ্টা।
উপজেলার রসুলপুর ইউনিয়নের রাজবংশীপাড়ার বোরোর মাঠে দেখা মিলে এমন এক চাষির। যিনি গরুর গায়ে নীল-সবুজ রঙের কম্বল জড়িয়ে বোরোর মাঠ তৈরি করছেন। গরুর প্রতি চাষির এ মানবিক আচরণ এখন এলাকার সবচাষির মুখে মুখে।
এই কৃষকের নাম রোজবুল। পার্শ্ববর্তী রাজবংশীপাড়ায় তার বাড়ি। ৪ সদস্যের সংসারে তিনিই একমাত্র আয় উপার্জন করেন।
তিনি জানালেন, চলতি বোরো মৌসুমে ৩ বিঘা জমিতে বোরোর চাষাবাদ করবেন তাই মাঠ প্রস্তুতের কাজ করছেন। শুধু তাই নয়, তিনি ভাড়ায়ও মানুষের জমিতে বোরোর মাঠ প্রস্তুত করে দেন। এ কারণেই ঘরে রেখেছেন দুটি বলদ গরু। বলতে গেলে বদল গরুর কারণেই আয়-রোজগারে চলে তার সংসার। সন্তানের মতো করেই আগলে রাখেন গরু দুটিকে। খাওয়ান ও দেখভাল করেন ভালো করে।
তিনি আরও বললেন, ‘ওদেরওতো শীত লাগে, কষ্ট হয়।’ তাই বিরাজমান এ কনকনে ঠান্ডায় দুটি কম্বল কিনে জড়িয়ে দিয়েছেন গরু দুটির গায়ে।
উপজেলার দামপুরা গ্রামের শিক্ষক রেজাউল ইসলাম সেলিম বলেন, বাংলার কৃষক মানেই কঠোর পরিশ্রমের প্রতিচ্ছবি। শীত-গরম-বৃষ্টিতেও থেমে থাকে না তাদের কাজ। এই শীতে গরু দুটিকে কম্বল জড়িয়ে তিনি আসলেই মানবিকতার পরিচয় দিয়েছেন। তাকে অনেক ধন্যবাদ।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন