‘মাশরাফি আসলে বাংলাদেশ ক্রিকেটে এখন কিছুই না’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৪:০১| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:২৬
অ- অ+

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের মাঠের লড়াই। যেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মোর্ত্তজা। পুরোপুরি ফিট না হয়ে বিপিএলে খেলায় মাশরাফীর সমালোচনা করেছেন তার সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল। আনফিট মাশরাফীকে খেলিয়ে বিপিএলকে ছোট করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন আশরাফুল।

এই নিয়ে ক্রিকেট পাড়ায় কম আলোচনা চলছে না। এর মধ্যে শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় এত এত আলোচনা-সমালোচনা নিয়ে মাশরাফি বলেন, ‘শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো…কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফী এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’

একসময়ের জাতীয় দলের সতীর্থ আশরাফুল প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি কোনো দিনও আমার ক্যারিয়ারে পাল্টা আক্রমণ করিনি। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সব সময় যারা জয়ী হয় তাদেরই চিন্তা করে, ওদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক। শুধু ক্রিকেটে নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই দেখবেন, যদি আপনি ভালো করেন, সেটাই মানুষ এসে বলবে। খারাপটাকে কেউ কখনো গ্রহণ করে না। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে আমরা যারা খেলছি, তারা চেষ্টা করছি সাধ্যমতো।’

বিপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে মাশরাফি বলেন, ‘আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’

‌নিজের চোটের অবস্থা নিয়েও একটা ধারণা দিয়েছেন তিনি, ‘এখন সর্বশেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এই বছরে হঠাৎ চার মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি, পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে। আমি নিজেও চাইনি যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম সবকিছুতে যদি কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে। খেলাটা চালিয়ে যাচ্ছি আর কি।’

নিজের ভবিষ্যৎ নিয়ে মাশরাফি বলেন, 'এই প্রেস কনফারেন্স থেকেই আমি অবসরে (অধিনায়ক হিসেবে) গিয়েছিলাম। তখনই বলেছিলাম, আমি কিন্তু ক্রিকেট খেলবো, ঘরোয়া ক্রিকেট। এটা যদি আন্তর্জাতিক ক্রিকেট হতো তাহলে অবশ্যই না। আন্তর্জাতিক ক্রিকেট ওখানেই শেষ, এটা ওইদিন শেষ করেছি, ওখানেই শেষ করেছি। ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আমি খেলি। আমার দল কী চায় সেটার ওপর নির্ভর করে, এখানে তো ক্যারিয়ারের বিষয় নেই। যদি টিম ম্যানেজমেন্ট চায় নিলাম থেকে নিবে। আমি তো বলেছিলাম, আমি ক্রিকেট খেলবো। আমি ক্রিকেটকে উপভোগ করি।'

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা