সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটতে পারে এমন শঙ্কায় সায়েন্স ল্যাবরেটরি এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও।
রবিবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে বেলা ১১টা ৫২ মিনিটের দিকে ধানমন্ডির ১ নম্বর সড়কে জড়ো হওয়া ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষক জানান, গত বৃহস্পতিবারে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবসময় শিক্ষার্থীদের শান্ত পরিবেশ বজায় রেখে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য উৎসাহিত করি।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অ্যালার্ট রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থায় রয়েছি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুরে উভয়ের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় যাত্রীবাহী বাস ও লেগুনাও ভাঙচুর করে শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএম)

মন্তব্য করুন