ঝিনাইদহে আলমসাধু উল্টে চালক নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আলমসাধু উল্টে বাদশা মিয়া নামে এক চালক নিহত হয়েছেন।
রবিবার ভোররাতে উপজেলা শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া। তিনি হরিণাকুণ্ডু উপজেলার কিসমতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গভীর রাতে বাদশা মিয়া নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি শ্রীফলতলা যাচ্ছিলেন। পথে হরিণাকুণ্ডু পৌরসভার হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)