ফিল্মফেয়ার পুরস্কার-২০২৪: ফের স্বামী-স্ত্রী দুজনেই সেরা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:২১
অ- অ+

ভারতীয় হিন্দি সিনেমার জগতের সবচেয়ে বড় সম্মাননা ফিল্মফেয়ার। রবিবার (২৮ জানুয়ারি) গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে বসেছিল এই পুরস্কারের ৬৯তম আসর। সেখানে একই সঙ্গে আরও একবার সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’-এর জন্য এ বছর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর। সেরা অভিনেতা বিভাগে এটি তার চতুর্থ ফিল্মফেয়ার পুরস্কার। অন্যদিকে, আলিয়া ভাট পুরস্কার জিতেছেন ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটির জন্য। সেরা অভিনেত্রী বিভাগে এটি তার পঞ্চম ফিল্মফেয়ার।

এর আগে ২০১৯ সালে একই সঙ্গে এই পুরস্কার জিতেছিলেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সে সময় অবশ্য তারা স্বামী-স্ত্রী ছিলেন না। তবে চুটিয়ে প্রেম করছিলেন। ফলে এবার স্বামী-স্ত্রী হিসেবে একইসঙ্গে ফিল্মফেয়ার জেতার অনুভূতি তাদের একটু হলেও অন্যরকম।

আলিয়া-রণবীর ছাড়া এ বছর ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভথ ফেল’। সেরা পরিচালকের ফিল্মফেয়ার ওঠেছে এই সিনেমারই পরিচালক বিধু বিনোদ চোপড়ার হাতে। আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে পরিচালক ও প্রযোজক ডেভিড ধাওয়ানকে।

এক নজরে দেখে নিন ফিল্মফেয়ার-২০২৪ এর বিজয়ীদের তালিকা

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল

সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম

সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে) এবং শেফালি শাহ (থ্রি অফ আস)

সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডানকি)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিমেল)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)

উদীয়মান সংগীত প্রতিভা (আরডি বর্মন অ্য়াওয়ার্ড)- শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিমেল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- সঞ্চিত বালহারা এবং অঙ্কিত বালহারা (গাঙ্গুবাই কাঠিওয়াড়ি)

সেরা গল্প: অমিত রাই (ওএমজি ২)/ দেবাশীষ মাখিজা (জোরাম)

সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সংলাপ: ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল)

সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

সেরা কস্টিউম ডিজাইন: শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর)

সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)

সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিষেক (পরিচালক): তরুন দুদেজা

সেরা অভিষেক (পুরুষ): আদিত্য রাওয়াল (ফরজ)

সেরা অভিষেক (নারী): অলিজে অগ্নিহোত্রী (ফ্যারে)

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান

এবারের ফিল্মফেয়ারের সঞ্চালনা করেন পরিচালক ও প্রযোজক করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল। নাচে গানে ফিল্মফেয়ারের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা