পাংশায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮

রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় প্রদান করেন।

নিহত স্ত্রী লিপি খাতুন (৩২) ও স্বামী রুবেল সরদার (৪৫) পাংশা উপজেলার উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্ধা।

মামলার সূত্রে জানা গেছে, রুবেল মাছের ব্যবসা করতেন। একপর্যায়ে তিনি বেকার হয়ে নেশা শুরু করেন। এ নিয়ে প্রায়ই দুজনের ঝগড়া করতো। এরপর একদিন স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি উপজেলার সাজুরিয়ায় চলে যান। ঘটনার তিনদিন আগে রুবেল স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। পারিবারিক কলহের জেরে সকালে আবার দুজনের ঝগড়া হয়। একপর্যায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি সকাল ৮ টার সময় লিপি খাতুনকে কুপিয়ে হত্যা করে রুবেল। খবর পেয়ে স্থানীয়রা এসে রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির পিতা এলেম আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ নিহত লিপির মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ রুবেলকে আদালতে সোপর্দ করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। এরপর থেকে সে কারাগারেই রয়েছে।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদী পক্ষসহ সবাই সন্তষ্ট। এ রকম রায়ে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়ে ছােই চারটি দোকান

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত

সরিষাবাড়িতে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :