বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তার শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:০৪ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:০১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনু বিভাগের নিয়োগপ্রাপ্ত নতুন ১০ জন কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার, অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (লিপি গাজী), মোহাম্মদ আরিফুজ্জামান নুরুন্নবী, সনজিত চন্দ্র দাস, সিনিয়র ফটোগ্রাফার এস.এম গোর্কি, আন্দ্রিয় স্কু।

পরে ঐ ১০ জন কর্মকর্তা বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছালে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাদের ফুল দিয়ে বরণ করে নেন। স্লোগানে স্লোগানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। কর্মকর্তাদের আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ শ্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

এরপর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খানমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেএ/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জাহাজে হজযাত্রী পরিবহনের বিষয়টি ‘ইনকারেজ’ করছে না সৌদি: ধর্মমন্ত্রী

জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনআইডি’ হস্তান্তর

রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

তৃতীয় দিনেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

চতুর্থবারের মতো ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

পরিবেশ রক্ষায় গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :