কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় হুমায়ুন (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি কাঁচাবাজার এলাকায় মিনতির কাজ করতেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
বুধবার দুপুরে কাঠপট্টি এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হুমায়ুন। পথচারী মজিবসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন