গোসাইরহাটে ৩ শতাধিক শিক্ষার্থীকে যুবকদের স্কুলব্যাগ উপহার

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৬

শরীয়তপুরের গোসাইরহাটের অবহেলিত ও প্রান্তিক অঞ্চলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ উপহার দিয়েছে স্থানীয় যুবকদের সামাজিক সংগঠন চরজালালপুর যুব ঐক্য ফোরাম

শনিবার শিক্ষাই আলো, শিক্ষাই সম্পদ প্রতিপাদ্যে উপজেলার আলাওলপুর ইউনিয়নের চরজালালপুর মৌজার ৮ নং ওয়ার্ডের মাঝের চর বারেক মাজি কান্দিতে বেসরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান এসডিএস স্কুল হাজী শরীয়ত উল্লাহ নূরাণী মাদরাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়

মাদরাসা মাঠে আয়োজিত দিনভর নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে চরাঞ্চলের মানুষদের মাঝে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহ বাড়ানোর অংশ হিসেবে এই প্রচেষ্টা বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দএসময় আলোচনা, উপহার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান করা হয়

এসময় চরজালালপুর যুব ঐক্য ফোরাম’ ও ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’ এর যৌথ উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সম্মাননা জানানো হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবর রহমান মাদবর ও আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান গনি বেপারী

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার দর্জি (৮ নং ওয়ার্ড), খাদেম দেওয়ান, আলাউদ্দিন গাজী, সিদ্দিকুর রহমান, সংরক্ষিত মহিলা মেম্বার আফরিনা আক্তার তুলি, বিউটি আক্তার সুখী ও রানী বেগম

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে মধ্যে দিদারুল ইসলাম সরদার, আবুলকালাম ঢালী, ইউসুফ আলম ফয়সাল, মানিক সরদার, জানশরীফ খান, খোরশেদ গাজী, সাইফুল মাঝী, রাছেল বেপারী, এসডিএসের সমৃদ্ধি সমন্বয়কারী সেলিম খান, নিগার সুলতানা, সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর প্রতিনিধি টিমের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার মিরপুরের গ্রীন সিটি গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার মো রুবেল রানা, প্রধান শিক্ষক মো. আদিব চৌধুরী, প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, আহমেদ আলী, মো. রাজিব হোসেন, ফারুক আহমেদ, সবুজ মিয়া, রাকিব হোসেন ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :