নড়াইলে ঘের দখল নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ১

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০১| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক ইসরাফিল মোল্যা (৫০) নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের হকা মোল্যার ছেলে।

নিহতের পরিবার জানায়, কালিয়ার চাঁচুড়ি বিলে একটি মাছের ঘের নিয়ে কৃষ্ণপুর গ্রামের নফু মোল্যার সঙ্গে একই গ্রামের প্রিন্স ফকিরের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে গত শনিবার বিকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এদিকে, রবিবার সকালে প্রিন্স ফকিরের লোকজন ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রিন্স ফকিরের লোকজন নফু মোল্যার সমর্থক ইসরাফিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। ইসরাফিলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। শরীরে একাধিক কোপের চিহৃ রয়েছে।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ইসরাফিলের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা