বিশ্বম্ভরপুরে র্যাবের অভিযান, ৪৭৪ বোতল মদসহ গ্রেপ্তার ৩
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৭৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাব-৯। পরে তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।
রবিবার রাত সাড়ে ১১টার সময় বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের জিগাতলা এলাকার রাজাপাড়া গ্রামে মদ বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকশেদপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আক্তার হোসেন (২১) ও সুরুজ আলীর ছেলে মিজানুর রহমান (২৮) এবং একই ইউনিয়নের পরামন পশ্চিম গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুপচান (৩১)।
মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তিরা মাদক দ্রব্যসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ র্যাব-৯ এর টহলরত সদস্যরা বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজারের জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)।