চাঁদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত নারী নিহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫
অ- অ+

চাঁদপুর-কুমিল্লা সড়কে রাতের আঁধারে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই সড়কের কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের ওই নারী। এসময় সামনের দিক থেকে আসা ট্রাকচাপা দিয়ে চলে যায়।

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার রনি জানান, নিহত এই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়েই সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে এই নারীর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চেনার কোনো উপায় নেই বললে চলে। তবে ট্রাকের পেছনে থাকা এক ভ্যানচালক ঘটনাটি দেখতে পারেন।

এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন ও পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই জানান, মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা