নতুন ভিসা নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের, যাদের ওপর আসছে?

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৭| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৪
অ- অ+

এবার বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারের সঙ্গে জড়িত বিদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এ বিষয়ে একটি বিবৃতি জারি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এপি’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই নতুন নীতি ঘোষণা করে এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন, যা তথ্যের অবাধ প্রবাহকে সীমিত করে এবং মানবাধিকার লঙ্ঘন।’

বিবৃতিতে ব্লিঙ্কেন আরও বলেন, ‘বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার ব্যক্তিগত গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সম্প্রীতির জন্য হুমকি৷ স্পাইওয়্যারের অপব্যবহার নির্বিচারে আটক, হয়রানি এবং বেআইনিভাবে নজরদারি, জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো সবচেয়ে গুরুতর ক্ষেত্রে যুক্ত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নীতি সেসব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারের সাথে সাংবাদিক, কর্মী, অনুভূত ভিন্নমতাবলম্বী, প্রান্তিক সম্প্রদায়ের হয়রানির ঘটনায় জড়িত। এছাড়াও যারা বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার থেকে আর্থিক সুবিধা পান বা সুবিধা পান তাদের ক্ষেত্রেও ভিসা বিধিনিষেধ প্রযোজ্য হবে।

প্রায় এক বছর আগে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন বাইডেন। যেখানে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এমন বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহারকে সীমাবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভিসা বিধিনিষেধ নীতিটি স্পাইওয়্যারের অপব্যবহার বা ক্ষতিকারক ব্যবহারের সুবিধা পাওয়া যে কোনও দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এমনকি তারা এমন দেশ থেকেও হতে যাদের নাগরিকদের প্রথমে ভিসার জন্য আবেদন না করেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রসঙ্গত, স্পাইওয়্যার এমন একধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা মোবাইল, কম্পিউটারসহ যেকোনো ডিভাইসের যাবতীয় ডেটা সংগ্রহ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা একধরনের প্রোগ্রাম।

স্পাইওয়্যারের সাহায্যে একজন হ্যাকার অন্য আরেকটি ডিভাইসের সাহায্যে আক্রান্ত ডিভাইসের যাবতীয় ইমেইল এক্টিভিটি, পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া একাউন্ট, পার্চেজ হিস্টি, ক্রেডিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত এবং গোপন তথ্য চুরি করতে পারে।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা শুরু রবিবার: যুক্তরাষ্ট্র
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা