যাত্রাবাড়ীতে যানবাহনে চাঁদা আদায়কালে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২
অ- অ+

রাজধানীর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান, লরিসহ বিভিন্ন যানবাহনে চাঁদা আদায়কালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিজানুর রহমান (৩৬), সৈয়দ মুজিবুর রহমান বাদল (৫০) ও মো. সিহাব আহম্মেদ (১৯)।

শুক্রবার সকালে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহণ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করাকালে তিনজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ১ হাজার ৯৯০ টাকা এবং দুটি কাঠের লাঠি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা