যাত্রাবাড়ীতে যানবাহনে চাঁদা আদায়কালে আটক ৩

রাজধানীর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান, লরিসহ বিভিন্ন যানবাহনে চাঁদা আদায়কালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিজানুর রহমান (৩৬), সৈয়দ মুজিবুর রহমান বাদল (৫০) ও মো. সিহাব আহম্মেদ (১৯)।
শুক্রবার সকালে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহণ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করাকালে তিনজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ১ হাজার ৯৯০ টাকা এবং দুটি কাঠের লাঠি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএম)

মন্তব্য করুন