শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব: গোলাম দস্তগীর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৫| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০
অ- অ+

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এ মন্তব্য করেন তিনি।

গোলাম দস্তগীর বলেন, বর্তমান সরকারের আমলে এ দেশে শিক্ষাখাতে সব থেকে বেশি উন্নয়ন হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পেয়ে থাকেন।

ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি দীন মোহাম্মদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার মো. জসিম উদ্দিন ও মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব জিয়াউর হক। এ সময় রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা ও সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা