রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৬ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী এবং এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দাউদপুর, বেলদি, দুয়ারা, কালনি, কুলাদ্রি, খই সাইর, কামতা, খাস দাউদপুর, বড় আমদিয়া, জিন্দা, বইলদা, ভাটপাড়া, পুটিনাসহ বিভিন্ন এলাকায় জমি না কিনে বালু ফেলে দখল করা হচ্ছে। আর দখলে নেতৃত্ব দিচ্ছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। এতে করে দাউদপুর ইউনিয়নের সাধারণ জনগণ ফুঁসে উঠেছে।

আর এসব দখলের প্রতিবাদের জেরে গত সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাতে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশের উপজেলার মাঝিপাড়া লালমাটি এলাকায় নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দাউদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী রাকিব হাসান, রাহাত মোল্লা, আসিফ দেওয়ান, সানি মালুম ও ইসমাইল হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

অবিলম্বে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারসহ হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহিন মালুম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন, ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন কুমার ঘোষ, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, তারাবো পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন আকন্দ, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়সহ আরো অনেকে।

উল্লেখ্য, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ ছয়জনকে কুপিয়ে জখমের ঘটনায় গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আখতারুজ্জামানের চাচাতো ভাই সেলিম মিয়া বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :