পারিবারিক কলহ, স্ট্রোকে বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩২
অ- অ+

ভৈরবের কালিপুরে পারিবারিক কলহের জেরে স্ট্রোকে বাবার মৃত্যুর ঘণ্টা খানেক পর বিষপানে ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ফিরোজ মিয়া ও তার ছেলে রানা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

রবিবার সকালে নিহত ফিরোজ মিয়ার মরদেহ কালিপুর গোরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া ছেলের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ মিয়া একজন মুদি দোকানদার। শনিবার সন্ধ্যায় ফিরোজ মিয়া ও তার স্ত্রী ২ জনের মধ্যে পারিবারিক বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে ছেলে রানার বিষপান করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী নাজমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রানার মরদেহ সুরতহাল করা হয়েছে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা