গণিতে ভালো ফল করায় ফরিদপুরে দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫০

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে ভালো ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দিয়েছে শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এগারো বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো।

রবিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান তানজিয়া আক্তার। ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী হিসাবে সম পরিমাণ স্বর্ণের পদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন।

কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। বক্তব্য দেন- এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান ও মাহফুজুল আলম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান, প্রফেসর শিপ্রা রায়, প্রফেসর রমা সাহা, সাংবাদিক পান্না বালা প্রমুখ।

কলেজের গণিত বিভাগের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার দেয়া হয়ে আসছে।

(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :