ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে রাজউকের পরিদর্শন বই বিতরণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি নির্মাণাধীন ভবনের জন্য পরিদর্শন বই সংরক্ষণ করা হচ্ছে।
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখায় কর্মরত ইমারত পরিদর্শক এবং প্রধান ইমারত পরিদর্শকদের প্রতিনিয়ত নির্মাণাধীন সাইট পরিদর্শন, অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মাণ রোধ করতে পরিদর্শনের সময় কোনো ব্যতয় পাওয়া গেলে তা লিখে রাখা এবং ব্যত্যয় করে নির্মাণ করা ভবনের মালিকদের নির্দেশনা দেওয়া ও ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অনুযায়ী নেয়া ব্যবস্থা লিখে রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘রাজউকের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নির্মাণাধীন ভবন সমূহে মনিটরিং বৃদ্ধির লক্ষ্যে এবং অনুমোদিত নকশার ব্যত্যয় করে যাতে কোনো ধরণের নির্মাণ কাজ না হয় সে লক্ষ্যে পরিদর্শন বই বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে ভবনগুলোর একটা রেকর্ডও থাকবে। এতে করে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থা নিতে সুবিধা হবে।’
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ-১ শাখার পরিচালক মোহাম্মদ সামছুল হক বলেন, ‘রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কার্যক্রমকে গণমুখী এবং গতিশীল করার লক্ষ্যে এই পরিদর্শন বই বিতরণ করা হয়েছে। এই পরিদর্শন বইয়ের যথাযথ ব্যবহার রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম ও ব্যবস্থাপনাকে এবং নাগরিক সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।’
পরিদর্শন বই বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি এবং রাজউকের জোনার পরিচালক এবং অথরাইজ অফিসাররা।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এমআই/এসআইএস)

মন্তব্য করুন