ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর মিরপুর থানার কাজীপাড়ায় বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরামুখী মেট্রোরেল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এমনটা জানা গেছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেলের সকল র্যাক বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক কর্তা বলেন, বসন্ত পালন চলছে সর্বত্র। সম্ভবত এমনই কোনো আয়োজন থেকে ঘুড়িটি উড়ে আসতে পারে। সেটার অপসারণের চেষ্টা চলছে। ঘুড়ি সরানো হলেই মেট্রোরেলের যাতায়াত স্বাভাবিক হবে।
এদিকে বসন্তের প্রথম দিনে সকাল থেকেই মেট্রোরেলের প্রতিটি স্টেশনে ভিড় লক্ষ্য করা যায়। আকস্মিক এই ঘটনায় সব স্ট্রেশনে হাজার হাজার যাত্রী অপেক্ষায় রয়েছেন কখন চালু হবে এটি।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন