কেন্দুয়ায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর দীঘলকুর্শা বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াসিন মিয়ার ১টি গরু, গোয়াল ঘর, বসত ঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
কৃষক ইয়াসিন মিয়া বলেন, আমি মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘর ও বসতঘরে আগুন ঝলছে। পরে এলাকার লোকজনকে ডাকাডাকি করলে সবাই এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে আমার ১টি গরু, গোয়ালঘর, বসত ঘরসহ তিন ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সন্ধার দিকে গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোয়া জ্বালানো হয়েছিল। সম্ভবত সেই ধোয়ার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। অগ্নিকাণ্ডে কৃষকের ১টি গরু, গোয়াল ঘর, বসত ঘরসহ তিনঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকদের যে ক্ষতি হয়ে গেলো তা অপূরণীয় ও খুবই দুঃখজনক। আমি সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি।
কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, আমাদের কাছে এ রকম কোনো তথ্য আসে নাই।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিব হোসেন উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের রাজিবপুর দীঘলকুর্শা বৈরাটি গ্রামের ইয়াসিন মিয়ার গোয়াল ঘরে আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়াল ঘরের ধোয়ার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন