এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮
অ- অ+

প্রায় ১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মিরপুরের কাজীপাড়ায় তারের ওপর থেকে ঘুড়ি সরিয়ে পুনরায় চালু করা হয় মেট্রোরেল চলাচল।

বুধবার দুপুরে ইলেকট্রিক তারের ওপর একটি ঘুড়ি এসে পড়ে। এরপরই মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ১ ঘণ্টার বেশি সময় পরে বেলা আড়াইটার দিকে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় সার্ভিসটি বন্ধ হয়েছিল। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুতিক লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। ওইদিন দুপুরেও প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা