শাহবাগে সাংবাদিক মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর শাহবাগে ফুলের দোকানের বিক্রয়কর্মীদের হাতে তিন সাংবাদিক মারধরের শিকার হওয়ার ঘটনায় পায়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকালে শাহবাগে ফুলের দাম বৃদ্ধি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে ‘ফুলতলা ফ্লাওয়ার সপ’ নামের এক দোকানের কর্মচারীরা সংবাদকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে দোকানের একদল কর্মচারী সংবাদকর্মীদের মারধর করেন।
এ ঘটনায় একজন ডান চোখে আঘাত পান। ফুলতলা ফ্লাওয়ার শপের মালিক মেরিন শেখের অভিযোগ, ঘটনার পরে তার দোকান ভাঙচুর করা হয়েছে।
মারধরের শিকার তিন সাংবাদিক হলেন নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্বদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম, রেডিও টুডের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল আজাদ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার।
ঘটনার দিনই ভুক্তভোগী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় সাতজনকে অভিযুক্ত করে মামলার আবেদন করেন।
সার্বিক বিষয়ে ওসি মোস্তাজিরুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসকে/ইএস

মন্তব্য করুন