‘তারা কী বুঝে দল বানায়, বুঝি না’, নির্বাচকদের সমালোচনা করে সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫
অ- অ+

জাতীয় দলের নির্বাচকেরা কোন বিবেচনায় দল গড়েন, সে প্রশ্ন তুলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলের প্রকাশ্য সমালোচনা করে সালাউদ্দিন বললেন, ‘তারা কী বুঝে দল বানায়, আমি বুঝি না। আপনি যেটা বললেন, সেটাই হতে পারে। হয়তো রান দেখে...ওপরের দিকে অনেক রান করেছে। দলে নিয়ে নিয়েছি।’

চলমান বিপিএলে দারুণ পারফরম্যান্সের পরও জাকের আলী অনিক ঘোষিত দলে না থাকায় হতাশ হয়েছে কুমিল্লা কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাকেরের কথা আপনারা সবসময় ভুলে যান। আপনারা কেউ আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিকমতো।’

তিনি আরও বলেন, ‘আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। তার স্ট্রাইক রেট দেখেন। সে প্রতিটা দিনই রান করে দিচ্ছে এবং অনেক দায়িত্ববান। আমার মনে হয় রিয়াদের পর এই ছেলেটা সেরা। খুব সেনসিবল ব্যাটিং করে।’

সালাউদ্দিন সমালোচনা করেন নির্বাচকদেরও। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়তো, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে। সঠিক খেলোয়াড় নির্বাচন করা জরুরি। তারা কী বুঝে কী নির্বাচন করে সেটা আসলে বুঝি না আমি।’

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ১০ মামলার এজাহারনামীয় আসামি ‘ডিবি সুমন’ গ্রেপ্তার
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা