রিয়াদে শুরু এসএসসি পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে রাষ্ট্রদূত

সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বাংলাদেশি শিক্ষা কারিকুলামের এসএসসি পরীক্ষা।দেশের সঙ্গে একযোগ শুরু হওয়া এসএসসি পরীক্ষা চলাকালীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা সেকশন) কেন্দ্র পরিদর্শন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় টায় তিনি রিয়াদস্থ বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত একমাত্র এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শন করেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে নির্ধারিত রুটিন অনুযায়ী স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ পরীক্ষা শুরু হয়। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এমএইচ/এসআইএস)

মন্তব্য করুন