ট্রলার মালিককে কুপিয়ে নদীতে ভাসিয়ে দিলো কর্মচারী

​​​​​​​পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭
অ- অ+

মাছ ভর্তি ট্রলার চালিয়ে আসার সময় টাকা মাছ আত্মসাৎ করার উদ্দেশ্যে ট্রলারের মালিককে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে কর্মচারী। পরে ট্রলার নিয়ে বরগুনার পাথরঘাটায় আটক হছেন ঘাতক কর্মচারী ইব্রাহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলার মালিক রাশেদ খান নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে পটুয়াখালী উপজেলার চরমন্তাজ এলাকায় ঘটনা ঘটে।

নিখোঁজ মালিক রাশেদ খান পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ এলাকার আলতাফ খানের ছেলে। ঘাতক ইব্রাহীম তালতলী ওংকুজনপাড়ার মোসলেমের ছেলে।

জানা যায়, সমুদ্র থেকে থেকে ইঞ্জিন চালিত ছোট ট্রলারযোগে টাইগার চিংড়ি মাছ বিক্রির জন্য ট্রলার মালিক মো. রাশেদ খান (৪৫) ইব্রাহীমকে (৫০) সঙ্গে নিয়ে মাঝি জামালসহ খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেন। ট্রলারটি গলাচিপার পানপট্টি নামক স্থানে পৌঁছালে ট্রলারে ইব্রাহিম ট্রলারে থাকা মাছ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ট্রলার মালিক রাশেদ মাঝি জামালকে দা দিয়ে এলোপাথাড়ি কোপ দিতে থাকে, কোপের আঘাতে জামাল আহত অবস্থায় নদীতে পড়ে যায়, পরে ভাসতে ভাসতে তীরে উঠে। আহত জামাল মাঝি বর্তমানে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ট্রলারের মালিক রাশেদ খানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলার মালিকের ছোট ভাই তুহিন খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ট্রলারে থাকা মাঝি জামালের সঙ্গে কথা হয়। তারা বলছে ট্রলার ডাকাতের কবলে পড়েছে। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘাতক ইব্রাহিমকে আটকসহ ট্রলার মাছ জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনা যেহেতু কলাপাড়ায় ঘটেছে, সেহেতু পাথরঘাটা থানায় মামলা নেওয়া হয়নি। আসামিসহ জব্দকৃত মালামাল কলাপাড়া থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মালিক রাশেদ এখনো নিখোঁজ রয়েছেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা