নীলফামারীতে ভাগনের হাতে মামা খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫২
অ- অ+

নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের হাতে মামা খুন হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতের নাম ফজিবর রহমান (৫৩)। তিনি বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট এলাকার মৃত মখিমদ্দীনের ছেলে।

আটককৃতরা হলেন- বালাপাড়া এলাকার বাসিন্দা মহুবার ইসলামের ছেলে মাসুদ রানা সুজন (১৯) ও সোহাগ ইসলাম (২০)। মাসুদ নিহত ফজিবর রহমানের ভাগনে মহুবার ইসলামের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দক্ষিণ বালাপাড়া এলাকার মহুবার ইসলামের পরিবারের সঙ্গে ফজিবর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালের ফজিবর বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় ও মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ভাগনে মহুবারের কিল-ঘুষিতে ফজিবর রহমান ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা ফজিবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায় বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা