মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ২ ইউনিট করে মোট ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বমোট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসএম)

মন্তব্য করুন