ফুলের ডাল কাটতে গিয়ে ছাদ থেকে পড়লেন নকুল কুমার বিশ্বাস 

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৭| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৯
অ- অ+

ফুলের ডাল কাটতে গিয়ে গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে। তবে রবিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন নকুল কুমার নিজেই।

ওই ভিডিওতে গানের সুরে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার মাদারীপুর গ্রামের বাড়িতে ফুলের ডাল কাটতে গিয়ে প্রায় ১৫-২০ ফিট উঁচু দোতলার ছাদের রেলিংয়ের ওপর থেকে হঠাৎই নিচের শক্ত মাটিতে পড়ে মৃতপ্রায় হয়ে যায়। বিকট শব্দ শুনে স্বজনেরা ছুটে যায়।’

গানে গানে তিনি বলেন, ‘আমার নিথর দেহ ও ভাবে পড়ে থাকতে দেখে কান্নার রোল পড়ে যায় বাড়িতে। চোখে মুখে মাথায় পানি দিতে থাকে সবাই। অ্যাম্বুলেন্স ডাকা হয়। অজ্ঞান আমি কিছুই জানি না। জ্ঞান ফিরলে দেখি উপস্থিত সবাই কাঁদছে। এরপর নেওয়া হয় মাদারীপুর হাসপাতালে।’

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে নকুল কুমার বলেন, ‘এখন দুই-তিনজনের সাহায্য ছাড়া চলাচল করা প্রায় অসম্ভব।’

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা