সোনালী ব্যাংক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬
অ- অ+

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ই-হেলথ ফিসহ অন্যান্য ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার এবং বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস।

নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ই-হেলথ ফিসহ অন্যান্য ফি-চার্জ করে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।

(ঢাকা টাইমস/১৯ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা