অর্থাভাবে মিলছে না আগুনে দগ্ধ ভিক্ষুক শিলার চিকিৎসা
অর্থাভাবে চিকিৎসা মিলছে না জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভিক্ষুক শিলার(২৮)।
একমাস পূর্বে রান্না করতে গিয়ে অসাবধানবশত চুলা থেকে আগুন লেগে দগ্ধ হন শিলা। ওই ঘটনায় তার কোমর থেকে নিচের দিকে এবং দুটি পা সম্পূর্ণ দগ্ধ হয়।
উপজেলার গজারিয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। শিলার স্বামী আকবর একজন মানসিক প্রতিবন্ধী। সে চিকিৎসার ব্যয় চালাতে না পেরে শিলাকে বাবার বাড়িতে রেখে গেছেন। শিলা ওই উপজেলার বাঁশদাইড় এলাকার হতদরিদ্র হাফিজুরের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, শিলার শরীরের আনুমানিক ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।
শিলার বাবা জানান, স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অর্থের অভাবে তার মেয়েকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। শিলার উন্নত চিকিৎসার জন্য সরকারি ভাবে সহায়তা কামনা করছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক বলেন, এটি খুবই দুঃখজনক বিষয়। তবে দগ্ধ শিলার বাবা তাদের অফিসে আবেদন করলে তাকে আর্থিক সহায়তা প্রধান করা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস